ব্রিটবাংলা ডেস্ক : কেরোনার কারণে ব্রিটেনে আটক বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ১০ই মে একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে দেশে ফেরত নেওয়া হবে। এই ফ্লাইটের সুযোগ নিতে নির্ধারিত সময়ের ভেতরে নাম তালিকাভুক্ত করাতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। হাইকমিশনারের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফ্লাইটের ব্যবস্থা করেছে।
ব্রিটেন থেকে বাংলাদেশে অথবা বাংলাদেশ থেকে ব্রিটেনে ফিরতে ইচ্ছুক বাংলাদেশী নাগরিকদের জন্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এই ফ্লাইটটি পরিচালনা করবে। ফ্লাইটটি আগামী ১০ই মে হিথরো এয়ারপোর্টে আসবে এবং একই দিন ঢাকা ফিরে যাবে। ফর্মের লিঙ্ক নিচে:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeV-sPbVF0Zoc5MVYrgrwrpQPzHu7FNurwddydUQMQKfbsxjg/viewform
এই ফ্লাইটের সুযোগ নিতে আগ্রহীদের আগামী ৮ই মে মধ্য রাতের ভেতরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ওয়েব সাইট অথবা বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েব সাইটে গিয়ে নাম তালিকাভুক্ত করানোর আহ্বান জানানো হয়েছে।
তবে ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থী যারা এরিমধ্যে বাংলাদেশ হাইকমিশনের সাথে তালিকাভুক্ত আছেন তাদেরকে ফর্ম পুরন করতে হবে না বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের ওয়েব সাইট লিঙ্ক
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeV-sPbVF0Zoc5MVYrgrwrpQPzHu7FNurwddydUQMQKfbsxjg/viewform
বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েব সাইট লিঙ্ক
https://www.baf.mil.bd/bafwt/tickets.php