দেশে ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৯৩ জনের করোনা শনাক্ত হয়।আজ শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া একদিনে ২৭৩ সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন।২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Advertisement