দ্বিতীয়বার বিয়ে!

ব্রিট বাংলা ডেস্ক :: কানাডিয়ান সংগীত তারকা জাস্টিন বিবার এবং আমেরিকান মডেল হেইলি বল্ডউইন দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। ৩০শে সেপ্টেম্বও বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় এই বিয়ের আয়োজন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি রিসোর্টে ধর্মীয় রীতিতে বিয়ে করেন এই দুই তারকা। এ সময় তারা দ্বিতীয়বারের মতো প্রতিজ্ঞাবদ্ধ হন। আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন এড শিরান, কাইলি, কেনডাল জেনার, উশের এবং হেইলি’র অভিনেতা চাচা এলিস বল্ডউইন। তবে এই জুটি এখন পর্যন্ত তাদের দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও ধরণের অনুভূতি ব্যক্ত করেননি। কিন্তু পাপারাজ্জিরা তাদের অনুসরণ করেছে দুই দিন ধরে। বিয়ের অনুষ্ঠান হয়েছে মন্টেজ পালমেট্টো ব্লাফ রিসোর্ট। বিবার-বল্ডউইনের বিয়ের আয়োজনটি হয়েছে নোটবুক সিনেমার অনুপ্রেরণায়।

পাপারাজ্জিদের তোলা ছবিতে দেখা যাচ্ছে দম্পতি নৌকায় তাদের মুহূর্ত উপভোগ করছেন। জানা গেছে অতিথিদের জন্য সিনেমা দেখার ব্যবস্থা ছিল আয়োজনে। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রথমবার বিয়ে করেন জাস্টিন বিবার এবং হেইলি বল্ডউইন। ২৫ বছর বয়সী বিবার এবং ২২ বছরের হেইলির পরিচয় কিশোর বয়সে। কয়েক বছর প্র্রেম করার পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা।

Advertisement