দ্বিতীয় বারের মতো খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেয়া হল

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৭দিনের মাথায় দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। শনিবার দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন।ডা, আল মামুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁর করোনা পরীক্ষার জন্য দ্বিতীয়বারের মতো নমুনা সংগ্রহ করা হয় শনিবার দুপরে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাবো বলে আশা করছি। আর রিপোর্ট পেলেই বুঝা যাবে তিনি করোনা নিগেটিভ হয়েছেন কি না।খালেদা জিয়ার আরেক ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, করোনাক্রান্ত খালেদা জিয়ার শারীরিক আরও কিছু পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষার পর তাঁর চিকিৎসার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। এখন তিনি আগের চেয়ে ভাল আছেন।

গুলশানের বাসা ফিরোজা’য় কাজের মেয়ে ফাতেমাসহ ৮জন করোনাক্রান্ত হওয়ায় ১০ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারও করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। আইসিডিডিআরবিতে পরীক্ষার পর ১১ এপ্রিল রিপোর্টে প্রকাশিত হয় তিনি করেনাভাইরাসে আক্রান্ত। বিএনপির পক্ষ থেকে প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি। কারণ, ১১ এপ্রিল সকালেই স্বাস্থ্য অথিদফতর থেকে জানিয়ে দেয়া হয় নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তাই ওইদিন বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।মির্জা ফখরুল খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে দেয়ার পর খালেদা জিয়ার যে ব্যাক্তিগত চিকিৎসক আগের দিন করোনা টেস্টোর জন্য নমুনা নেয়া হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সেই ডা. আল মামুনও ওইদিন সন্ধ্যায় জানান গুলশানের বাসায় খালেদা জিয়াসহ ৯জন করোনাক্রান্ত। রোগীর রোগের তথ্য গোপন রাখা ডাক্তারের দায়িত্ব বলে মন্তব্য করে এ কারণেই আগের দিন করোনা পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা নেয়া হয়নি বলে জানিয়েছিলেন বলে তিনি সাংবাদিকদের জানান।এদিকে করোনাক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শনিবারও দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রার্থনা করেছেন বলে জানা যায়।

Advertisement