দ্বিতীয় মেয়াদে নির্বাচিত এলবিপিসির কমিউনিকেশন সেক্রেটারীকে সংবর্ধনা

লন্ডন বাংলা প্রেসক্লাব নির্বাচনে  টানা দ্বিতীয় মেয়াদে কমিউনিকেশন সেক্রেটারি পদে নির্বাচিত হওয়ায় ইউকেবিডি টাইমস এর চিফ এডিটর এম এ কাইয়ুমকে এক সম্বর্ধনা দেয়া হয়েছে।

ইউকেবিডি টাইমস পরিবারের পক্ষ থেকে আয়োজিত গত মঙ্গলবার  ইউকেবিডি টাইমসের হোয়াইটচ্যাপেলের গ্রেটোরেস্ক স্টীটের কার্যালয়ে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট নজরুল ইসলাম বাসন। এক্সিকিউটিভ এডিটর আমিমুল আহসান তানিম , নিউজ এডিটর সাজিদুল ইসলাম রানা ,নিজস্ব প্রতিবেক আবুল হোসাইন আবুল প্রমুখ।

Advertisement