হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজিউড়া গ্রামের পার্শ্ববর্তী একটি খালের পাড় থেকে আকলিমা আক্তার (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়। আকলিমা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের হেলাল মিয়ার মেয়ে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, স্থানীয় লোকজন এক মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। ওসি আরো জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশের পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন লাশ গ্রহণ করার জন্য হবিগঞ্জ আসছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে খালের পাড়ে রেখে গেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে হবিগঞ্জ এনা বাস সার্ভিসের একটি টিকিট মৃত নারীর ভ্যানিটি ব্যাগে ছিল। এ ছাড়াও কিছু ইমিটেশনের গহনাসহ তার ব্যবহৃত মালামাল রয়েছে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই যুবতীকে হত্যা করা হয়। তবে রিপোর্ট না পেলে বিস্তারিত বলা যাবে না।