ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত লর্ড আহমদ

ব্রিটবাংলা ডেস্ক : ধর্ষণ চেষ্টার অভিযোগে লেবার পার্টির সাবেক লর্ড সদস্য নাজির আহমদসহ আরো দুজনকে অভিযুক্ত করেছে পুলিশ। ৬১ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভুত লর্ড আহমদকে যৌন হয়রানীর উদ্দেশ্যে অশালিন আচরসহ তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। লর্ড আহমদের সঙ্গে অভিযুক্ত বাকী দুজন হলেন, ৬৮ বছর বয়সী মোহাম্মদ ফারুক, ৬৩ বছর বয়সী মোহাম্মদ মোহাম্মদ তারিক। তারা দুজনও রদারহ্যামের বাসিন্দা।
সাউথ ইয়র্কশয়ারা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনকে আগামী ১৯ মার্চ শেফিল্ড ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করা হবে।
উল্লেখ্য লর্ড নাজির আহমদ পাকিস্তানে জন্ম গ্রহণ করেন। ১৯৬৯ সালে পরিবারের অন্যদের বিলেতে এসে তার বাবার সঙ্গে যোগ দেন। তার বাবা রদারহ্যামে স্টীল মিলে কাজ করতেন। ১৯৭৫ সালে মাত্র ১৮ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। আর ১৯৯০ সালে রদারহ্যামের কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৮ সালে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে তিনি হাউস অব লর্ডসের সদস্য হন। ২০১২ সালে পাকিস্তানের এক জঙ্গি নেতাকে সমর্থন করে বক্তব্য প্রদানের অভিযোগে তাকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়।

Advertisement