নটিংহ্যামে কিশোরকে যৌন হয়রানীর দায়ে ঈমাম দোষি সাব্যস্ত : Nottinghamshire imam guilty of sexually assaulting boy

ব্রিটবাংলা ডেস্ক : কিশোর শিক্ষার্থীকে যৌন হয়রানীর দায়ে নটিংহ্যামশায়ারে এক ঈমামকে দোষি সাব্যস্ত করেছে আদালত। ঈমামের নাম মোহাম্মদ রাবানী। বয়স ৬১ বছর। নটিংহ্যামশায়ারের স্নেইনটন মসজিদে তিনি গত ২৫ বছরের বেশি সময় ধরে ঈমামতি করেন। ঈমাম রাবানী স্নেইনটনের সেন্ট স্টিফেন রোডের বাসিন্দা।

নটিংহ্যাম ক্রাউন কোর্টের শুনানি শেষে মসজিদের ভেতরে ছোট রুমে এক কিশোরকে অশুভন হয়রানীর সাথে সংশিষ্ট  তিনটি অভিযোগে ঈমাম রাবানীকে দোষি সাব্যস্ত করা হয়। যদিও তার বিরুদ্ধে সব অভিযোগ তিনি অস্বীকার করে আসছিলেন।

১৯৯০ সাল থেকে ১৯৯২ সালের ভেতরে ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরের সঙ্গে এসব বাজে ব্যবহার করেন ঈমাম রাবানী। ঘটনার প্রায় ২০ বছর পরে ২০১৫ সালে ওই ঈমামের হয়রানীর শিকার ভুক্তভোগি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন।

বুধবার রায় ঘোষনার সময় জাজ জানিয়েছেন, ঈমামের কাছে অনেক বিশ্বাস এবং আস্থা নিয়ে ধর্মীয় জ্ঞানার্জনের জন্যে কিশোরটি এসেছিল। কিন্তু তিনি পবিত্র একটি প্রতিষ্ঠানের ভেতরে তার প্রভাব খাটিয়ে কিশোরের সঙ্গে যৌন হয়রানীমুলক আচরন করেছেন। জুরি সদস্যরা তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রমান পেয়েছেন। তাই ঈমাম রাবানীকে জেলে যাওয়া ছাড়া বিকল্প নেই।

কিশোরকে যৌন হয়রানীর দায়ে দোষি ঈমাম রাবানী আপাতত বেইলে থাকলেও আগামি ৩১ শে মে তার সাজার মেয়াদ ঘোষনা করা হবে।

 

Nottinghamshire imam guilty of sexually assaulting boy

A spiritual leader has been found guilty of three counts of indecently assaulting a boy in a mosque’s attic.

Mohammed Rabani, 61, who was imam at a mosque in Sneinton, Nottinghamshire, for more than 25 years, denied the charges but was found guilty at trial.

The indecent touching happened from 1990 to 1992 and at the time the victim was aged 12 to 13.

The judge at Nottingham Crown Court told Rabani “a prison sentence is inevitable” when he is sentenced.

Judge Gregory Dickinson QC said: “The jury found you guilty of repeated sexual abuse of a young boy who was entrusted to your care.

“This abuse took place in a mosque, a place of holiness, of which you were the imam. I will give you bail so that you can put your affairs in order.”

Rabani’s victim went to the police in 2015, more than 20 years after the assaults took place.

Rabani, from St Stephen’s Road, Sneinton, Nottinghamshire, left court surrounded by supporters.

He has been released on conditional bail until sentencing on 31 May.

Det Con Louise Gorman said: “I am pleased with today’s verdict and hope that it gives the victim a sense of closure.

 

Advertisement