নতুন ডিএফআইডি সেক্রেটারী প্যানি মারডোয়ান্ট

ব্রিটবাংলা রিপোর্ট : সাবেক ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট সেক্রেটারী প্রীতি পাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন প্যানি মারডোয়ান্ট। ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে বুধবার পদত্যাগ করেন ইন্টারন্যাশনাল ডেভেলাপ সেক্রেটারী প্রীতি পাটেল। নতুন ডিএফআইডি সেক্রেটারী প্যানি একজন টিভি মডেল এবং সাতারু ছিলেন।

৪৪ বছর বয়সী প্যানি ২০১০ সালে প্রথম এমপি নির্বাচিত হন। তিনি নিজেও ব্রেক্সিটার ছিলেন। ইইউ রেফারেন্ডামের পর দলীয় লিডারশীপ নির্বাচনে তিনি এন্ড্রিয়া লিসডমের সাপোর্টার ছিলেন। উল্লেখ্য গত ১৩ থেকে ২৫ অগাস্ট হলিডে কাটাতে গিয়ে প্রচলিত নিয়ম ভেঙ্গে ইসরায়েলী প্রধানমন্ত্রীসহ সরকারের মূখপাত্রের সঙ্গে ১২টি মিটিং করেন প্রীতি পাটেল। এরপর সেপ্টেম্বরে লন্ডন এবং নিউইয়র্কে আরো দুজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠকের খবর ফাঁস হয়। এই ইস্যু নিয়ে বিতর্কের জেড়ে বুধবার প্রীতি পাটেলের পদত্যাগের পর বৃহস্পতিবার নতুন ইন্টারনশ্যানাল ডেভেলাপমেন্ট সেক্রেটারীর দায়িত্ব নেন প্যানি মারডোয়ান্ট।

প্রীতি পাটেলের ইসরায়েল প্রীতি এবং পদত্যাগের খবর পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন :

অবশেষে পদত্যাগ করলেন প্রীতি পাটেল : Priti Patel quits cabinet over Israel meetings row

প্রীতির ইসরায়েল প্রীতি : তদন্ত বা পদত্যাগ চায় লেবার

 

Advertisement