করলেন ইন্সটাগ্রামে আর খবর হয়ে গেল ভারতীয় বেশকিছু গণমাধ্যমে। তাহলে কি এবার ক্যামেরার পেছনে কাজ করছেন তিনি! বিষয়টা তেমন নয় মোটেও। একটি ফটোশুটের জন্য পোজ দিতে দিতে ভিন্নতা আনতে জ্যাকুলিন ক্যামেরাকে নিয়েই পোজ দিলেন। সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করতেই যত গুঞ্জনের শুরু। শ্রীলংকার নাগরিক জ্যাকুলিন দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করে আসছেন। ‘রেস থ্রি’ ছবিতে সালমান খানের সঙ্গে দেখা গেছে তাকে।
মাঝে ‘এক দো তিন’ -মাধুরীর ‘সিগনেচার’ পারফরমেন্সের রিমেকেও দেখা গেছে। সামনে আবারও দেখা যাবে ‘কিক ২’ ছবিতে ফের সালমান খানের সঙ্গে। ‘কিক ২’ পরিচালনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
Advertisement