নতুন ব্রিটিশ ব্রেক্সিট সেক্রেটারী ডমিনিকি র‌্যাব : Dominic Raab replaces Davis as Brexit Secretary

নতুন ব্রেক্সিট সেক্রেটারী  ডমিনিক র‌্যাব

ব্রিটবাংলা ডেস্ক : ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে শুক্রবার সর্বসম্মতিতে ঐকমত্য পৌঁছার পর রোববার মধ্য রাতে পদত্যাগ করেন ব্রেক্সিট সেক্রেটারী ডেভিস ডেভিস। এই পরিকল্পনায় বিশ্বাস করেন না বলে উল্লেখ করে পদত্যাগ করেন তিনি। এদিকে নতুন ব্রেক্সিট সেক্রেটারী হিসেবে নিয়োগ পেয়েছেন ডমিনিক র‌্যাব। এর আগে তিনি হাউসিং মিনিষ্টারের দায়িত্বে ছিলেন। রেফারেন্ডামের সময় তিনি লিভ ক্যাম্পেইনার ছিলেন।

পদত্যাগি ব্রেক্সিট সেক্রেটারী ডেভিড ডেভিস ২০১৬ সালে ব্রেক্সিট সেক্রেটারী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইইউর সঙ্গে দরকষাকষি করে আসছিলেন। একান্তই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ডেভিড ডেভিস। তবে ইইউর সঙ্গে ব্রেক্সিট আলোচনায় সরকার ইইউকে খুব সহজে অনেক ছাড় দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পদত্যাগী ব্রেক্সিট সেক্রেটারী ডেভিড ডেভিস

যদিও পদত্যাগি বেক্সিট সেক্রেটারীর সঙ্গে একমত হতে পারেননি প্রধানমন্ত্রী থেরিজা মে। তবে ডেভিড ডেভিসের সব কাজের জন্যে তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য ২০১৯ সালের ২৯শে মার্চ ইইউরোপিয় ইউনিয়ন ত্যাগ করবে ইউকে। তবে ইইউ ত্যাগের পর ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে? এই প্রশ্নে বর্তমানে দরকষাকষি চলছে।  ইইউর বাকী দেশগুলো বলছে ইউনিয়ন ত্যাগের সঙ্গে সঙ্গে কাস্টম ইউনিয়ন এবং সিঙ্গেল মার্কেটের কোনো সুযোগ সুবিধা পাবে না ইউকে। ইউকে সরকারও চাচ্ছে সবকিছু ছেড়ে চলে আসতে। কিন্তু রিমেইনারসহ ব্যবসায়ীদের দাবী হল ইইউ ত্যাগ করলেও কাস্টম ইউনিয়ন এবং সিঙ্গেল মার্কেট ত্যাগ করা সমুচিন হবে না। এসব প্রশ্নের প্রেক্ষিতে ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে ইউকের সম্পর্ক কেমন হবে, তার একটি পরিকল্পনা তৈরী করে সরকার। প্রস্তাবিত পরিকল্পনায় কেবিনেটের সবার ঐকমত্যের জন্যে শুক্রবার লন্ডনের বাইরে একটি প্রাইভেট হাউসে কেবিনেট সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরপর ফরেন সেক্রেটারী প্রস্তাবিত পরিকল্পনার সমালোচনা করলেও রোববার মধ্যরাতে ব্রেক্সিট সেক্রেটারীল পদ ত্যাগ করেন ডেভিড ডেভিস।

এই পদত্যাগের ফলে ব্রেক্সিট আলোচনা পাশে রেখে কেবিনেট নিয়ে ভাবতে হচ্ছে প্রধানমন্ত্রী থেরিজা মেকে। নতুন ব্রেক্সিট সেক্রেটারী হিসেবে তিনি ডমিনিক র‌্যাবকে নিয়োগ দিয়েছেন। লিভ ক্যাম্পেইনার ডমিনিক এর আগে হাউসিং মিনিষ্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

Brexit Secretary David Davis, who has been leading UK negotiations to leave the EU, has resigned from government.

He told the BBC that he was no longer the best person to deliver the PM’s Brexit plan – agreed by the cabinet on Friday – as he did not “believe” in it.

He said the “career-ending” decision was a personal one but he felt the UK was “giving away too much and too easily” to the EU in the negotiations.

Mrs May said she did not agree but thanked him for his work.

The resignation is a blow to Mrs May as she seeks to win over Eurosceptic MPs to her proposed Brexit vision.

The UK is due to leave the European Union on 29 March 2019 after a referendum was held in 2016, but the two sides have yet to agree how trade will work between the UK and the EU afterwards.

There have been differences within the Conservative Party over how far the UK should prioritise the economy by compromising on issues such as leaving the remit of the European Court of Justice and ending free movement of people.

Mrs May’s Conservative Party only has a majority in Parliament with the support in key votes of the 10 MPs from Northern Ireland’s Democratic Unionist Party, so any split raises questions about whether her plan could survive a Commons vote – and has also led to renewed questions about whether she will face a challenge to her position.

In his resignation letter, Mr Davis told Mrs May that “the current trend of policy and tactics” was making it “look less and less likely” that the UK would leave the customs union and single market.

He said he was “unpersuaded” that the government’s negotiating approach “will not just lead to further demands for concessions” from Brussels.

Mr Davis, who was appointed Brexit Secretary in 2016, said: “The general direction of policy will leave us in at best a weak negotiating position, and possibly an inescapable one.”

In her reply, Mrs May said: “I do not agree with your characterisation of the policy we agreed at cabinet on Friday.”

She said she was “sorry” he was leaving but would “like to thank you warmly for everything you have done… to shape our departure from the EU”.

 

Dominic Raab replaces Davis as Brexit Secretary

Dominic Raab has been appointed Brexit Secretary by Theresa May after David Davis resigned from the government.

Mr Raab, who is currently housing minister, was a prominent Leave campaigner during the 2016 referendum.

Mr Davis quit early on Monday morning, saying Theresa May had “given away too much too easily”.

Advertisement