যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল এবার মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতেছেন।স্থানীয় সময় শনিবার রাতে দেশটির লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলা গ্র্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন ২০২১-এর মিস ইউনিভার্স ভারতীয় মডেল হারনাজ সান্ধু।মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল এবারের আসরে দ্বিতীয় এবং ও মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ তৃতীয় হয়েছেন।২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন তিনি।এই মিস ইউনিভার্সের জন্ম যুক্তরাষ্ট্রে। বাবা ফিলিপাইনের ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক।খবর বিবিসি
Advertisement