ব্রিটবাংলা ডেস্ক : ১৪ই মে সোমবার পূর্ব লন্ডনের মাইলএন্ডের বার্ডেট রোডে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ।
ফ্রুট জুস , চা , কফি , আইসক্রিম সহ বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন ধরনের সুইট সামগ্রী ।
খাবারের গুণগত মান ও ভাল কাস্টমার সার্ভিসের আঙ্গিকার ব্যক্ত করে মাহি সুইটস এর অন্যতম পরিচালক রেজওয়ানুল ইসলাম দুলাল কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন ।
পবিত্র মাহে রমজানে বিভিন্ন ধরনের নিজস্ব ইফতারের আয়োজন থাকবে বলে জানান পরিচালক তছবির চৌধুরী শিমুল ।
ফিতা কেটে উদ্বোধন করার পর ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাইলেন্ড মসজিদ এর ইমাম মাওলানা মশাহিদ উদ্দিন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এম এ মালেক, লেখক সায়েখ মোহাম্মদ রহমান, ব্যাবসায়ী এম এ সালাম, ব্যাবসায়ী এমাদুর রহমান এমাদ,মাহফুজুর রহমান, হুমায়ুন কবির, কামরুল ইসলাম, মিসবা জামান সোহেল, নাসির আহমদ, আব্দুল মোতালেব লিটন সহ অনেকে ৷
Advertisement