নতুন সড়ক পরিবহন আইন আজ থেকে কার্যকর: কাদের

ব্রিট বাংলা ডেস্ক :: নতুন সড়ক পরিবহন আইন আজ রোববার থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নতুন আইনটি কার্যকরে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তারপরও সবার স্বার্থে এটি আজ থেকে কার্যকর করা হচ্ছে।

এছাড়া সড়কে যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগরই রাজনৈতিক দলের কর্মী বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে ট্রেন ও যান চলাচল করবে। আর এমআরটির ৬টি লাইনের নির্মাণ কাজ শেষ হবে ২০৩০ সালের মধ্যে।

এছাড়া শিগগিরই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চারলেনের উদ্বোধন করা হবে বলেও এ সময় জানান মন্ত্রী।

Advertisement