ননইইউ ডাক্তার ও নার্স আনতে ইমিগ্রেশন আইন শীতিল হচ্ছে : Immigration rules to be relaxed for non-EU doctors and nurses

ব্রিটবাংলা ডেস্ক : নন-ইইউ অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলোর বাইরে থেকে দক্ষ বা স্কীলড ওয়ার্কার আনার জন্যে ইমিগ্রেশন আইনের ব্যাপক পরিবর্তন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। শুক্রবার এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইমিগ্রেশন আইনের শীতিলের অংশ হিসেবে টিয়ার টু ভিসা ক্যাপ থেকে নন ইইউ ডাক্তার এবং নার্সদের আলাদা করার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী থেরিজা মে যখন হোম সেক্রেটারী ছিলেন তখন এই ক্যাপ করা হয়েছিল। এর মাধ্যমে নন ইইউ দেশ থেকে বছরে ২০ হাজার ৭শ’র বেশি দক্ষ স্টাফ আনা যাবে না বলে নির্ধারন করেছিলেন সাবেক হোম সেক্রেটারী থেরিজা মে।

যদিও নতুন হোম সেক্রেটারী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ইমিগ্রেশন আইন পরিবর্তনের কথা বলে আসছেন সাজিদ জাভিদ। নিচের লিঙ্কে ক্লিক করলে এ সংক্রান্ত পুরনো সংবাদগুলো পড়া যাবে…

https://britbangla24.com/news/41172

https://britbangla24.com/news/39752

কিন্তু এনএইচস ইংল্যান্ডের প্রধান মনে করেন এই ক্যাপ সিস্টেমের মাধ্যমে এনএইচএসে যথেস্ট পরিমাণ স্টাফ নিয়োগ আরো কঠিন করা হয়েছে। অন্যান্য ক্যাম্পেইনাররাও সরকারে এই পরিবর্তনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য টিয়ার টু ভিসা পদ্ধতি পরিবর্তনের অংশ হিসেবে  নন-ইইউ ডাক্তার  এবং নার্সদের আরো অগ্রাধিকার দেওয়ার জন্যে ইমিগ্রেশন আইনের এই শীতিলের পরিকল্পনা করছে সরকার।

গত মঙ্গলবার ফাইনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, এই ক্যাপের ফলে নন-ইইউ দেশ থেকে গত ৫ মাসে প্রায় ২ হাজার ৩শ ৬০ ডাক্তারের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

গত এপ্রিলে ক্যাপ জঠিলতার কারণে ইন্ডিয়া থেকে প্রায় ১ শ বেশি ডাক্তারের আবেদন বাতিল হয়।

ক্যাপ সিস্টেমের ফলে শুধু ডাক্তার এবং নার্স নয় প্রায় ১ হাজারের বেশি আইটি বিশেষজ্ঞের ভিসা আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে।

অন্যদিকে গত ফেব্রুয়ারীতে এনএইচএসের প্রায় ৩৫ হাজার নার্স এবং প্রায় ১০ হাজারের বেশি ডাক্তারের পদ খালি রয়েছে বলে জানানো হয়েছিল।

 

The government is to relax immigration rules to allow more non-EU skilled workers into the UK.

On Friday, the Home Office is expected to confirm that foreign doctors and nurses will be excluded from the government’s visa cap.

The cap – introduced by Theresa May when she was home secretary – sets a limit for all non-EU skilled workers at 20,700 people a year.

But NHS bosses say the rules are making it difficult to recruit enough staff.

Saffron Cordery, of trade body NHS Providers, told BBC Radio 4’s Today programme the change was “absolutely the right decision”.

Alp Mehmet, of pressure group Migration Watch, said he accepted the change but that it should not be the long-term solution.

The proposed changes relate to so-called Tier 2 visas – which are used by skilled workers from outside the European Economic Area and Switzerland.

On Tuesday, it was reported by the Financial Times that 2,360 visa applications by doctors from outside the European Economic Area were refused in a five-month period, apparently because of the cap.

And in April, NHS bosses warned that immigration rules were hampering their ability to find workers after visas for 100 Indian doctors were refused.

NHS England had 35,000 nurse vacancies and nearly 10,000 doctor posts unfilled in February.

The current annual cap on these visas has also led to over 1,000 IT specialists and engineers being denied visas.The proposed change would only apply to doctors and nurses – but could free up thousands of visas for workers in other industries like IT and teaching, even if the 20,700 total didn’t change.
Advertisement