নববর্ষের অনুষ্ঠান বাতিল করছে লন্ডন

করোনার নতুন ধরণ ওমিক্রনের থাবায় দিশেহারা এখন বৃটেন। দেশটিতে আক্রান্তের হার লক্ষাধিক ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে লকডাউন জারি করা নিয়ে দোটানায় রয়েছে সরকারের কর্তা ব্যক্তিরা। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লকডাউন বা কঠোর বিধিনিষেধের দাবি উঠলেও ক্রিসমাসের আগে এর কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। ফলে দিন দিন লন্ডনের পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাচ্ছে।

এমন অবস্থায় লন্ডন আইয়ের পর ট্রাফালগার স্কয়ারে নববর্ষ উৎসব বাতিল করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান বিবিসিকে জানিয়েছেন, জননিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তবে লাইভে উদযাপন অনুষ্ঠান সম্প্রচার করা হবে, বাড়িতে বসে সবাইকে এটি দেখার অনুরোধ জানিয়েছেন মেয়র। তিনি বলেন, বিষয়টি লন্ডনবাসীর জন্য খুবই হতাশাজনক হবে, তবে ভাইরাসের বিস্তার রোধে আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন খান।তিনি বলেন, আমাদের শহরটিকে বিশ্বের কাছে প্রদর্শন করতে স্কিনের মাধ্যমে সম্প্রচার করা হবে।এর আগে অক্টোবর মাসে লন্ডন শহরের টেমস নদীর তীরে নতুন বছর ২০২২কে বরণ অনুষ্ঠান বাতিল করা হয়। দেশটিতে প্রতি বছর নববর্ষ উৎসবের জন্য ৩১শে ডিসেম্বর রাতে শহরের টেমস নদীর তীরে লন্ডন আই’র আতশবাজি দেখতে জড়ো হতেন বাংলাদেশীসহ বিভিন্ন ধর্ম বর্ণের লাখ লাখ মানুষ। টিভিতে আরো ১২ মিলিয়ন মানুষ অনুষ্ঠানটি উপভোগ করতেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে চালু হওয়া নববর্ষ উৎসবের রাতে প্রতি বছর ১২ হাজারের উপরে আতশবাজি ব্যবহার করা হয়। কিন্তু করোনা ভাইরাসের সৃষ্ট অনিশ্চয়তার কারণে টেমস নদীর তীরে শীতকালীন কোভিড পরিস্থিতি মাথায় রেখে নববর্ষ উৎসব বাতিল করা হয়েছিলো।

যুক্তরাজ্যে ক্রিসমাসের আগে প্রচণ্ড ঠাণ্ডা পড়বে বৃটেনে ক্রিসমাসের (বড়দিনের) আর মাত্র ৪ দিন বাকি। গত বছর ঠিক এ সময়ে হঠাৎ করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার বিধিনিষেধ আরোপ করে। এবারও ওমিক্রনের কারণে ক্রিসমাস পালন করা যাবে কি না তা নিয়ে যখন উদ্বেগ-উৎকণ্ঠা মানুষ, ঠিক তখনি নতুন আরেকটি দুঃসংবাদ মানুষকে ভাবিয়ে তুলেছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ক্রিসমাসের আগে প্রচণ্ড ঠাণ্ডা পড়বে। শুধু এখানেই শেষ নয়, হতে পরে তুষার ঝড়।ক্রিসমাসের আগে আবহাওয়া হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে। কোনো অঞ্চলে বরফ পড়ে সেটি সম্ভবত দেশের উত্তরের পাহাড়গুলিতে দেখা যাবে। মঙ্গলবার(২১ শে ডিসেম্বর) কোথাও কোথাও তাপমাত্রা ১ ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ক্রিসমাসের (বড়দিন) পর ২৭ শে ডিসেম্বর‘ক্যারি’ নামে একটি তুষার ঝড় আসছে, যা অত্যন্ত বিপজ্জনক। তখন গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে বিপদের সম্ভাবনা রয়েছে। দ্য সান জানিয়েছে, যদি আবহাওয়া খারাপ আকার ধারণ করে তাহলে বড় দিনে ১০ ইঞ্চি তুষারপাত রেকর্ড হতে পারে। স্কটল্যান্ডের কিছু অংশে-৬ সেন্টিগ্রেড হয় তাহলে দেশের বেশির ভাগ জায়গায় তুষার ঝড় হবে।

Advertisement