ব্রিট বাংলা ডেস্ক :: আসছে বাংলা নববর্ষ ও পবিত্র শবে বরাতে সবাইকে ঘরে থেকেই তা পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি এ আহবান জানান। বলেন, সামনে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এদিন আপনারা সবাই ঘরে বসেই নববর্ষ উদযাপন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদযাপন করবেন। শবে বরাতেও আপনারা ঘরে থেকে এবাদত করবেন। পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের তা মানতে হবে। এর আগে বাংলা নববর্ষের কোন ধরণের অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Advertisement