নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ভবন উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ‘এ্যাডভোকেট এম.এ. মজিদ সম্প্রসারিত ভবনের’ উদ্বোধন করেছেন।তিনি সোমবার সন্ধ্যায় নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বর প্রাঙ্গণে নব নির্মিত এ ভবনের উদ্বোধন করেন। শিল্পমন্ত্রীর পিতা বিশিষ্ট আইনজীবী এবং ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট এ্যাডভোকেট এম.এ মজিদের নামে ভবনটির নামকরণ করা হয়েছে।ভবনটি উদ্বোধনের সময় নরসিংদী জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন নেছা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীম আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লাা সাইফুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এবং সম্পাদক মোঃ শহীদুল্লাাহ মিয়াসহ নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ, ছোট ভাই খাইরুল মজিদ মাহমুদ চন্দন এবং ফখরুল মজিদ মাহমুদ কিরন এবং ছোট বোন শেলী মাহমুদসহ প্রয়াত এম.এ মজিদ পরিবারের অন্যান্য সদস্য এ উপস্থিত ছিলেন।

Advertisement