:এহসানুল ইসলাম চৌধুরী শামীম:
ধনী গরীব বেধাবেধ ভুলে সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্বীর্যে ব্রিটেনের নর্থাম্পটনে পালিত হলো ঈদুল আজহা।
পরিবার পরিজন বা স্বজনকে সাথে করে অনেকেই আসেন ঈদের নামাজ আদায় করতে।বাদ থাকেনি ছোট শিশুরাও।
নর্থাম্পটনে প্রধান জামাত অনুষ্ঠিত হয় আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল দশটায়।এছাড়া বায়তুল মামর জামে মসজিদ,আবিংটন জামে মসজিদ ও সেন্টাল জামে মসজিদ আবিংটনেও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ইমান আলী ও এডিশনাল ডিআইজি হায়দার আলী খান।
আবহাওয়া অনুকুল থাকায় বরাবরের মত এবার ও রেসকোর্স পার্কে খোলা মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়।
ঈদুল আযহায় প্রধানত গরু কিংবা ভেড়ী কোরবানী দিয়ে থাকেন ব্রিটেনের মুসলমানরা। তবে বাংলাদেশের মত কোরবানী নিয়ে এত হইচই করার সুযোগ নেই এখানে। কারন কোরবানীর অর্ডার করতে হয় গ্রোসারী দোকানে।
নামাজ শেষে ঈদের কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
শুধু পশু নয়, মনের পশু কোরবানী দিয়ে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী করা হোক পবিত্র ঈদুল আযহার অঙ্গীকার। ঈদ জামাতে উপস্থিত হয়ে মনেপ্রাণে এমনটি প্রার্থনা করলেন সবাই। একই সঙ্গে এখানে উপস্থিত মুসল্লীরা দেশে দেশে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করলেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আগামীর দিনগুলো যেনো সুখে শান্তিতে কাটে এমন চাওয়া সবার।