এহসানুল ইসলাম চৌধুরী শামীম ।।
ব্রিটেনের নর্থাম্পটনে শহরে কনজারভেটিব পার্টির মন্ত্রী মাইকেল এলিছ এমপির সমর্থনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নর্থাম্পটন নর্থ আসনের এমপি মাইকেল এলিছ এর কার্যালয় থেকে ক্যাম্পইন শুরু হয়।পরে মন্ত্রী মাইকেল এলিছ এমপির নর্থাম্পটনের নির্বাচনী বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরন করা হয়।
মন্ত্রী মাইকেল এলিছ এমপির ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউস অফ কমন্সের লিডার এনড্রিয়া লেডসাম এমপি, কনজারভেটিব পার্টির চেয়ারম্যান ব্রেনডন লুইস এমপি, ক্রীস হিটন হ্যারিস এমপি ও নাইজেল হ্যাডলষ্টোন এমপি।
এই ক্যাম্পেইন অনুষ্ঠানে কমজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ ইউকের সেক্রেটারী নাজ ইসলাম, ইমরান চৌধুরী, সাদিক চৌধুরী, এমরান আলী সহ বিপুল সংখ্যক কনজারভেটিব পার্টির সদস্য উপস্থিত ছিলেন।
Advertisement