নর্থাম্পটন বাংলা স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন

এহসানুল ইসলাম চৌধুরী শামীম : মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদশ গড়ার প্রত্যয় নিয়ে ব্রিটেনের নর্থাম্পটন বাংলা স্কুলের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

এ উপলক্ষে শনিবার দুপুরে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন (এনবিএ) এর হল রুমে আলোচনা সভা, কবিতা পাঠ, খেলাধুলাসহ নানা ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠান আয়োজন করেছিলো নর্থাম্পটন বাংলা স্কুল। সহযোগীতায় ছিলো এনবিএ।
এনবিএ প্রেসিডেন্ট হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাংলা স্কুলের শিক্ষক আবদুর রউফের পরিচালনায় স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ নেন এনবিএ সেক্রেটারী ফয়জুর রহমান,আফতাব আহমদ ও ফিরোজ মিয়াসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।পরে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগন।

Advertisement