এহসানুল ইসলাম চৌধুরী শামীম : মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদশ গড়ার প্রত্যয় নিয়ে ব্রিটেনের নর্থাম্পটন বাংলা স্কুলের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এ উপলক্ষে শনিবার দুপুরে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন (এনবিএ) এর হল রুমে আলোচনা সভা, কবিতা পাঠ, খেলাধুলাসহ নানা ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠান আয়োজন করেছিলো নর্থাম্পটন বাংলা স্কুল। সহযোগীতায় ছিলো এনবিএ।
এনবিএ প্রেসিডেন্ট হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাংলা স্কুলের শিক্ষক আবদুর রউফের পরিচালনায় স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ নেন এনবিএ সেক্রেটারী ফয়জুর রহমান,আফতাব আহমদ ও ফিরোজ মিয়াসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।পরে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগন।