নাইজারে জঙ্গি হামলা, নিহত ২০

ব্রিট বাংলা ডেস্ক :: আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ জঙ্গি হামলায় ২০ জনের প্রাণহানি হয়েছে। গত রোববার এ হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইব্রাহিম কাতিয়েলা। তিনি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রোববার বিকেল ওই হামলা চালায় জঙ্গিরা। এসময় তারা মোটরযান নিয়ে একাধিক গ্রামে হামলা করে। এসব গ্রাম থেকে তারা অর্থ, খাদ্যশস্য ও গৃহপালিত পশুদের নিয়ে যায়। কেউ বাঁধা দিলে তাকে গুলি করে হত্যা করে তারা। সব মিলিয়ে ২০ জনের প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে এখন পর্যন্ত। এরপর তারা উত্তরাঞ্চলীয় এলাকায় হামলা চালাতে চলে যায়।

যেসব গ্রামে হামলা চালানো হয় সেগুলো হলো, গাদাবো, জিবানে কইরাজেনো ও জিবানে টেগু। ওই গ্রামগুলো নাইজার ও মালি সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এ ধরণের হামলা নাইজারে প্রায়ই দেখা যায়। ফলে গত জানুয়ারিতে দেশটি এ অঞ্চলে মোটরযান নিষিদ্ধ করে। কিন্তু তারপরেও এসব হামলা অব্যাহত থাকে। বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করা হয়। তবে তাতেও থামছে না সন্ত্রাসবাদ। গত ডিসেম্বরে সিনেগোদা হামলায় ১৭৪ সৈন্য মৃত্যুর ঘটনা ঘটে। আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্ক ইসলামিক স্টেট ওই হামলা চালায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত সপ্তাহে এ অঞ্চলের জিহাদি দলগুলো করোনা ভাইরাস পরিস্থিতিকে ব্যবহার করে জঙ্গি হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

Advertisement