নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ২০

ব্রিট বাংলা ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মাইদুগুরি নগরীর একটি সামরিক ঘাঁটি ও আশপাশের কয়েকটি গ্রামে বোকো হারামের সমন্বিত হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

মাইদুগুরিতে সামরিক বাহিনীর সিনিয়র এক কর্মকর্তা বলেন, বোকো হারাম যোদ্ধারা নগরীর প্রবেশ পথের কাশিউ বাগান এলাকার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ বেধে যায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘‘রবিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫০ মিনিটে বোকো হারামের ১৮ জন জঙ্গি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এ সময় সাত আত্মঘাতী জঙ্গি পার্শ্ববর্তী বালিশুয়ার ও আলীকারান্তি গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। জঙ্গিরা সৈন্যদের লক্ষ্য করে মর্টার হামলা চালায়।’’

নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান নিরাপত্তা কর্মকর্তা বেলো দাম্বাতো এএফপি’কে বলেন, বোকো হারামের এ সমন্বিত হামলায় প্রাথমিকভাবে ১৮ নিহতের খবর পাওয়া যায়। তবে পরে হাসপাতালে আরো দু’জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ায়।

তিনি আরো জানান, বোকো হারামের হামলায় ৮৩ জন আহত হয়েছে। এদের অনেকের অবস্থা আশংকাজনক। -খবর এএফপি’র।

Advertisement