নাগরিকত্ব বিল নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে মুসলিম লিগ

ব্রিট বাংলা ডেস্ক :: ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাশ হওয়ার ২৪ ঘণ্টার পার না হতেই আইনি লড়াই শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে আইইউএমএল।

সিএবি নিয়ে আইইউএমএল’র পক্ষ থেকে শেষ পর্যন্ত শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করা হলে, তা হবে ওই বিলের বিরুদ্ধে প্রথম আইনি যুদ্ধ। সংসদে সিএবি পাশ হলে তা নিয়ে আইনি লড়াই শুরু করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল আইইউএমএল।

আইইউএমএল নেতারা অভিযোগ করেছেন, ভারতীয় সংবিধানে উল্লিখিত সকলের সমান অধিকারের বিরুদ্ধে ওই বিল।

গত ৯ নভেম্বর নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত এই বিলটি পাশ হয়। এরপর ১১ নভেম্বর অনুমোদনের জন্য উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি তোলে বিজেপি সরকার। সংসদে মোট ২২৪ জন সংসদ সদস্যের মধ্যে ওই বিলের পক্ষে ভোট দেন ১২৫ দন। বিপক্ষে ছিলেন ৯৯ জন। আর এই অঙ্কেই ওই বিল শেষ পর্যন্ত পাশ করিয়ে নেয় শাসকদল। যদিও, ওই বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা।

বিলটি নিয়ে মুসলিম সমাজ আতঙ্কিত বলে উদ্বেগ প্রকাশ করেন বহু বিরোধী সাংসদই। তবে, ওই বিলে মুসলিমদের আশঙ্কার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যসভায় পাশ হওয়ার পর কোনও বিল আইনে পরিণত হতে রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। তার আগেই শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবছে আইইউএমএল। সূত্র: আনন্দবাজার।

Advertisement