ব্রিট বাংলা ডেস্কঃবরেণ্য অভিনেতা আবুল হায়াতের ছোট কন্যা নাতাশা হায়াতের মালিকানাধীন ফ্যাশন হাউজ আইরিসেস ডিজাইনার স্টুডিও গতবছরের ন্যায় এবছরও লন্ডনের হলিডে ইন,ষ্ট্রাটফোর্ডে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ২ দিন ব্যাপী দেশীয় পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে থাকছে বাংলাদেশী ডিজাইনার শাড়ী, কামিজ, কূর্তি এবং জুয়েলারী। প্রদর্শনী চলবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
উল্লেখ্য গত বছরেও আইরিসেস ডিজাইনার স্টুডিও লন্ডনে ২টি প্রদর্শনী করে, ব্যাপক সাড়া পাওয়ায় এ বছর আবারো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
২০০৮সালে আইরিসেস ডিজাইনার স্টুডিওর যাত্রা শুরু করেন নাতাশা। বর্তমানে রাজধানীর গ্রিনরোড ও বনানীতে দুটি আউটলেট রয়েছে । ফ্যাশন হাউজটির ডিজাইনার হিসেবে আছেন নাতাশা হায়াত নিজে এবং রোখসানা আফতাব এছাড়া নাতাশার বড় বোন বিশিষ্ট অভিনেত্রী বিপাশা হায়াত প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
প্রদর্শনীর স্থান:
Iresis Designer Studio Exhibition
Venue: Holiday Inn
Stratford City, London E20 1GL
Date : 29-30 September 2018
Time : 11 am – 7 pm
প্রয়োজনে যোগাযোগ করুন : 07859033944
Advertisement