ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর পর ওষুধ প্রশাসন অধিদপ্তর তদন্ত করে জানিয়েছে নাপা সিরাপের তিনটি ব্যাচের নমুনা পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তবে ওই শিশু দুটির মৃত্যুর কারণ এখনও উদ্ঘাটিত হয়নি। তার জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, আশুগঞ্জের যে দোকান থেকে কেনা ওষুধ সেবনের পর শিশু দুটি মারা গেছে, সেই দোকান থেকে আটটি বোতল জব্দ করেন তারা। এছাড়া আরও দুটি ব্যাচের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় ওই তিনটি ব্যাচের নাপা সিরাপে ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি।
Advertisement