নারায়ণগঞ্জে খালের ওপর ধসে পড়লো ৪ তলা ভবন

ব্রিট বাংলা ডেস্ক :: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা খালের ওপর ৪ তলা একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত এক শিশু মারা গেছে। এছাড়া আরও চার শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার বিকালে ফতুল্লার বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় ভবনটি ধসে পড়ে। ভবনের ভেতরে আরও কয়েকজন থাকতে পারে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিকালে শিউলি ও শাহজাহান নামে ভাই বোনের নির্মাণাধীন ভবনটি পাশের খালের ওপর ধসে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক জানান, এক শিশু নিহত হয়েছে এবং ৪ জন শিশু আহত হয়েছে বলে জানতে পেরেছেন। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তিরি জানান, আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে একটি পরিবার দাবি করছে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকাল ৪টায় হঠাৎ করে চার তলা নির্মাণাধীন একটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।

Advertisement