জেলা খানপুরে অবস্থিত একটি পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বেলা এগারোটায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ৬/এ নম্বর গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের জিএম (এডমিন) লে. কমান্ডার (অব.) রেজাউল করিম জানান, ইন্টারন্যাশনাল জুট কোম্পানী নামের একটি প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ৬/এ গোডাউনটি ভাড়া নেয়।এখানে বিদেশে রপ্তানীর জন্য পাট মজুদ রাখা হয়েছিলো। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার বেলা এগারোটায় আগুন লাগার খবর পেয়ে হাজীগঞ্জ ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর বারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
নারায়ণগঞ্জে পাটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
Advertisement