নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৩

নারায়ণগঞ্জে বাস ও ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের তিন যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম। তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের উদ্ধারকাজ চলমান।ভেতরে কোনো মরদেহ আছে কি না দেখা হচ্ছে বলে জানান তিনি।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমরা উদ্ধার কাজ করছি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement