ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের নিউহ্যাম বারায় আশঙ্কাজনকহারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের টার্গেট হলেন মহিলা। গত ১৯ জুলাই থেকে ৬ অগাষ্টের ভেতরে অন্তত ৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শুধু নিউহ্যামেই। এসব ছিনতাইয়ের শিকার সবাই মহিলা।
মেট পুলিশ জানিয়েছে, গাড়িতে একা বসে থাকা মহিলা অথবা নির্জন পথে মহিলাদের টার্গেট করছে ছিনতাইকারীরা। ছুরি ঠেকিয়ে গাড়িতে বসা মহিলাদের নামিয়ে অন্তত পাঁচটি গাড়ি ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এছাড়া মহিলাদের কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
এরমধ্যে অবশ্য ছিনতাই হওয়া তিনটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এসব ছিনতাইয়ের ঘটনার সময় ছিনতাইকারীর ছুরির আঘাতে দু‘জন মহিলা আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে। ছিনতাইকারীদের ব্যাপারে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে এসব ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২০ থেকে ৩০ বছর বয়সী কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এর মধ্যে গত ২০ জুলাই ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
Detectives from Newham are warning motorists to be vigilant following a number of knife-point robberies across the borough.
Officers are investigating seven offences that were committed between Thursday, 19 July and Monday, 6 August.
On each occasion, the suspect has approached lone female victims who were either sitting in their cars or walking, before demanding their phones and cash. The offences are being treated as linked.
On five occasions, the suspect has also stolen the victim’s car; three of the vehicles have been recovered.
During five of the robberies, the suspect has been seen to be in possession of a knife.
Two women sustained minor injuries during the robberies. None of these injuries were caused by the weapon.
The suspect for each offence has been described as a black man, aged in his 20s to 30s and of slim build.
However, at this stage, it has not been confirmed that the same man is responsible for all of the crimes.
Detective Constable Jon Forster, from Newham CID, said: “Thankfully none of the victims have been seriously injured during these robberies but the aggression shown by the suspect or suspects is of concern.
“We are carrying out extensive enquiries to identify who is responsible. One person has already been arrested in connection with an offence on 19 July. Anyone with information is asked to contact police on 101, or attend Forest Gate police station.
“Anyone approached and threatened while they are in their car should lock their doors and drive to a place of safety where possible.”
A 32-year-old man was arrested on Friday, 20 July in connection with the first offence. He has since been bailed to a date in mid-August pending further enquiries.