ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বন্দুক বিক্রির একটি দোকানে গুলিতে নিহত হয়েছেন তিনজন। এর মধ্যে এক হামলাকারীও রয়েছে। বন্দুক হাতে এক ব্যক্তি ওই দোকানে হামলা চালায়। এ সময় সে গুলি করে হত্যা করে দু’জনকে। পরে দোকানের স্টাফ ও কাস্টমাররা ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে আরো বলা হয়েছে, জেফারসন গান আউটলেট নামে অস্ত্র বিক্রির একটি দোকানে ওই ব্যক্তি হামলা চালায়। জেফারসন প্যারিশের শেরিফ জোসেফ লোপিনটো বলেছেন, প্রথমেই ওই দোকানের ভিতরে দু’জনকে গুলি করে ওই হামলাকারী।
এরপর দোকানে উপস্থিত ব্যক্তিরা ওই হামলাকারী এবং দোকানের বাইরে থাকা অন্য হামলাকারীদের ওপর গুলি করে।
Advertisement