ব্রিট বাংলা ডেস্ক :: আইওয়া রাজ্যে ডেমোক্রেটদের প্রাইমারি ভোটের পর আজ মঙ্গলবার দ্বিতীয় রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে নির্বাচন। এতে প্রথম তিনটি স্থান দখল করতে প্রার্থীদের মধ্যে জোর প্রচারণা হয়েছে গত একটি সপ্তাহ। এ রাজ্যে সিনেটর বার্নি স্যান্ডার্স ভাল করবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগ আইওয়াতে ভাল করার পর অনেকের মনোযোগ আকর্ষণ করেছেন তিনি। অন্যদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এখানে ভাল করতে পারবেন না বলে প্রত্যাশা করছেন। তিনি নিজেই প্রকাশ্যে বলেছেন, এই রাজ্যে ভাল করতে পারবেন না। অন্যদিকে প্রার্থীদের শীর্ষ স্থানগুলোতে নাম লিখিত করতে এখানে ভাল করার প্রত্যাশা করছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। শক্ত বিতর্কে ভাল করার পর এই নির্বাচনে জনপ্রিয়তা বাড়ছে সিনেটর এমি ক্লুবুচারের।
Advertisement