ব্রিট বাংলা ডেস্ক :: নিখোঁজের প্রায় দেড় বছর পর ফিরে এসেছেন সাবেক র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। গতকাল রাত ১২টার দিকে রাজধানীর নিজ বাসায় ফেরেন তিনি। হাসিনুর র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র্যাব) একটি ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।
তার স্ত্রী শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসিনুর গতকাল রাত ১২টার পর বাসায় ফিরে এসেছেন। দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে আমরা তাকে নিচ থেকে বাসায় নিয়ে আসি। এতোদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন কিছুই বলতে পারছেন না। আমরা তাৎক্ষণিকভাবে তাকে আর কিছু জিজ্ঞাসা করিনি।
তিনি আরও বলেন, তার কথাবার্তা অসংলগ্ন। তিনি ফিরে এসেছেন এতেই আমরা অনেক খুশি।
হাসিনুরকে আজ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন হাসিনুর। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার।