নিজেকে প্রশ্ন করেছি, মেসিকে পাওয়া সম্ভব? : পিএসজি পরিচালক

ব্রিট বাংলা ডেস্ক : বার্সেলোনা সুপারস্টার ক্লাব ছাড়ার ঘোষণা দিতেই যে তিনটি ক্লাবের নাম সবার আগে উঠে এসেছিল, তাদের অন্যতম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফ্রান্সের শীর্ষ ক্লাবটিতে খেলেন মেসির প্রিয়বন্ধু নেইমার। আর্জেন্টাইন তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যান সিটির নাম বেশি শোনা গেলেও পিএসজির জন্য তাকে পাওয়া অসম্ভব ছিল না। তবে শেষ পর্যন্ত আরও এক মৌসুম বার্সায় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তাই আপাতত কোনো ক্লাবই তাকে পাচ্ছে না।

পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো বলেছেন, ‘বর্তমানে আর্থিক যে পরিস্থিতি তাতে এটা খুবই জটিল ছিল। যখন বলা হলো মেসি দল ছাড়তে চায়, আমরা আগ্রহী হয়ে উঠেছিলাম। নিজেকে নিজেই প্রশ্ন করেছি, এটা কি আসলেই সম্ভব? এমন খেলোয়াড় তো আলোচনারই ঊর্ধ্বে। আমি জানি না অবশ্য। ডেভিড বেকহামও তো পিএসজিতে খেলে গেছেন, মেসিকেও কি প্যারিসে দেখা যেতে পারে? আমি জানি না। ফুটবলে শেষ পর্যন্ত সবাই সবকিছু জানে এবং সবকিছু এগিয়ে যায়।’

পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানিকে ছেড়ে দিয়েছে ক্লাব। চলে গেছেন সিলভা। এ ব্যাপারে লিওনার্দো বলেছেন, ‘এমন খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত সহজ না। এরা ক্লাবের জন্য সবকিছু করেছেন, সবার আদর্শ। বলা খুবই কঠিন, এক বছর নাকি তার বেশি না কম সময়ের জন্য চুক্তি হলে ভালো হতো। নাকি শেষ হওয়াটাই ভালো। এখন যারা আছে তারা বছরের শেষভাগে যা করেছে, দারুণ। আমরা এই দলটাকে ধরে রাখতে চাই।’

Advertisement