জুয়াড়িদের কাছ থেকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) না জানানোর অপরাধে নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। আবার ক্রিকেটে ফিরতে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে পাকিস্তানের প্রতিভাবান এই ক্রিকেটারকে।যদিও সেই অর্থ পরিশোধের সামর্থ্য নেই বলে জানিয়েছেন উমর। এর ফলে তাঁর ক্রিকেটে ফেরা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সালিসি আদালতের হুকুম অনুযায়ী উমরকে ৪.২৫ মিলিয়ন রুপি জরিমানা দিয়ে ক্রিকেটে ফিরতে হবে। যদিও এই অর্থ কিস্তির মাধ্যমে পরিশোধ করার ইচ্ছে পোষণ করেছিলেন উমর।পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ফিরতে হলে জরিমানার অর্থ একেবারেই পরিশোধ করতে হবে তাকে। পিসিবির এমন নিয়মের কারণে বেড়াজালে পড়েছেন এই ক্রিকেটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে কামরান বলেন, আমার ভাইয়ের জরিমানার অর্থ আমি পরিশোধ করতে চাই। পিসিবির কাছে আমার অনুরোধ, পিএসএলের ম্যাচ থেকে আমার অর্জিত অর্থ যেন উমরের জরিমানা হিসেবে গ্রহণ করা হয়। উমরের ব্যাপারে পিসিবির একটু নমনীয় হওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে কামরানের ভাষ্য, অর্থ বড় ব্যাপার না। তারা আমার থেকে নিতেই পারে৷ এমনকি উমর যখন ক্রিকেটে ফিরবে, তখন তো কেবল পিসিবি থেকেই তার উপার্জন আসবে। উমর জরিমানা দিতে প্রস্তুত আছে। পিসিবিকে আরেকটু নমনীয় হওয়া উচিত।
নিজের টাকায় ভাইয়ের জরিমানা দিতে চাইলেন কামরান
Advertisement