নিদনপুর সুপাতলা ওয়েলফেয়ার এসোসিয়েশন 

নিদনপুর সুপাতলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বিলেতে বিশ বৎসর এবং ২০১৭-২০১৯ এর নতুন কমিটি গঠন, উত্তীর্ণ শিক্ষার্থীদের ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এওয়াৰ্ড প্রদান অনুষ্ঠিত হয়।
লন্ডনের ফরেস্ট গেইট এলাকায় দ্যা ভেন্যু হলে ১লা অক্টোবর রবিবার করিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তফোজ্জুল আহমদ।

উক্ত অনুষ্ঠানে গ্রামের ছোট বড় সবাই স্বপরিবারে উপস্থিত হলে এক মিলন মেলায় রূপ নেয়।
এতে বক্ত্যব রাখেন মনোজ্বির আলী, মুজিবুর রহমান এখলাস, তফোজ্জুল আহমদ, জয়নাল উদ্দিন, ফারূক আহমদ,মিসবা আহমদ, বাছিত আহমদ,আকবর হোসেন, জসিম উদ্দিন, শামিম আহমদ, মুজিবুর রহমান ও এনাম আহমদ প্রমুখ৷ মিছবা আহমদ ও আকবর হোসেন রমিনের পরিচালনায় গ্রামের জিসিএসি ও এ লেবেল পরীক্ষায় উর্ত্তীনদের মধ্যে এওয়াড প্রদান করা হয়। বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয় গ্রামের দুই মুরব্বী আব্দুর নূর ও আব্দুল হাকিম কে।
পরে ক্রীড়া সম্পাদক এনাম আহমদ ও সহ-ক্রিড়া সম্পাদক আমির হোসেনের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী আনুষ্ঠান।

বিজয়ীরা এসোসিয়েশনের উপদেষ্টাদের হাত হতে পুরুস্কার গ্রহণ করেন।
উপদেষ্টা গন মেধাবীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন যাতে অদুর ভবিষ্যতে নিজ নিজ মেধা দিয়ে
দেশ ও জাতির মুখ বিলেতের মাঠিতে উজ্বল করতে পারে আর সবাই সৌহার্দ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকেন।
সব শেষে সভাপতি করিম উদ্দিন ২০১৭-২০১৯ এর

৩৫ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন- নতুন সভাপতি করা হয় আকবর হোসেনকে

সহ- সভাপতি : আব্দুল বাছিত
জসিম উদ্দিন, শামিম আহমদ, রহিম উদ্দিন (রিপন),জসিম উদ্দিন (শাহিন),আফজল আহমদ ।
সাধারণ সম্পাদকঃ মুজিবুর রহমান (মুজিব)
সহসাধারণ সম্পাদকঃ   আব্দুল বাতিন, ছাইফুল ইসলাম(টিটু), আজাদ আহমদ।

অৰ্থ সম্পাদক : হাজী আব্দুর জব্বার(খছরূ)

সহ অৰ্থ সম্পাদকঃ আমির হোসেন ।
সাংগঠনিক সম্পাদকঃছিদ্দিকুর রহমান(টিপু)

সহ-সাংগঠনিক সম্পাদকঃ সুমন রহমান ,বাবুল হোসেন ।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ গোলাম কিবরিয়া(তুহিন)

সহপ্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ছাইফুল ইসলাম, বুলবুল আহমদ ।
শিক্ষা সম্পাদকঃ কামাল আহমদ হক,

সহ-শিক্ষা সম্পাদকঃ  সুজন আহমদ,সলমন আহমদ ।

ক্রীড়া সম্পাদকঃ রোহেল আহমদ (তারিন)

সহ-ক্রীড়াসম্পাদকঃ
এনাম উদ্দিন,খালেদ আহমদ।
নির্বাহী সদস্য গন হলেন- মিছবা আহমদ , করিম উদ্দিন , জোলাস আহমদ , বাবুল আহমদ , জয়নুল হক,ফয়জুল হক, বদরূল হক, নাসির উদ্দিন , মেহফোজ আহমদ ,খোকন আহমদ প্রমুখ৷
নতুন কমিটি কে সাবেক সভাপতি করিম
উদ্দিন সকলের পক্ষ থাকে আন্তরিক মোবারক বাদ ও অভিন্দন জানান।

সমাপনি বক্তব্যে সভাপতি-আকবর হোসেন (রমিন)
সাধারন সম্পাদক -মুজিবুর রহমান সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।

Advertisement