ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে নতুন মোড় নিয়েছে। ডেমোক্রেটদের উদ্যোগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের হাউজ জুডিশিয়ারি কমিটিতে হোয়াইট হাউজের স্টাফের সাক্ষ্য দেয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বিপক্ষে রায় দিয়েছেন একজন ফেডারেল বিচারপতি। হোয়াইট হাউজের সাবেক কাউন্সেল ডন ম্যাকগনকে এর আগে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল। কিন্তু তিনি দায়মুক্ত বলে দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। প্রশাসনের সেই দাবিকে প্রত্যাখ্যান করে রায় দিয়েছেন ওই বিচারক। এর ফলে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে সাক্ষ্য দিতে বাধ্য ডন ম্যাকগন। তবে আইন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ডন ম্যাকগন ২০১৮ সালের অক্টোবরে তার পদ থেকে বিদায় নেন। তাকে ওই বছরেই মে মাসে হাউজ জুডিশিয়ারি কমিটিতে সাক্ষ্য দিতে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তাতে তিনি সাক্ষ্য দিতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। ওই সমন পাঠিয়েছিল সদস্য সমাপ্ত মুয়েলার তদন্তে। এরপরও ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকে। ওদিকে অভিশংসন বিষয়ক তদন্ত ও ডেমোক্রেটদের নেতৃত্বাধীন অন্য তদন্তগুলোতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। এসব তদন্তে হোয়াইট হাউসের বর্তমান ও সাবেক কর্মকর্তাকে সাক্ষ্য দিতে ডাকা হয়।
ট্রাম্প প্রশাসন দায়মুক্তির দাবি করে তাদেরকে সাক্ষ্য দান থেকে বিরত রাখলেও যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ কেতানজি ব্রাউন জ্যাকসন বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কংগ্রেসনাল শুনানি প্রক্রিয়ায় বাধ্যবাধকতা রয়েছে সবার। এ থেকে নির্বাহী বিভাগের কর্মকর্তারা দায়মুক্ত নন। এক্ষেত্রে নির্বাহী বিভাগ যত কথাই বলুক না কেন। যদি প্রেসিডেন্ট নিজেও সরাসরি এসব কর্মকর্তার বিষয়ে অসম্মতি দেন তবুও তারা দায়মুক্তি পেতে পারেন না। বিচারক ব্রাউন জ্যাকসন আরো কঠোর ভাষায় বলেন, এমনকি কংগ্রেসের তলব থেকে কোনো সহকর্মীকে সাড়া দেয়া থামিয়ে দেয়ার ক্ষমতা নেই প্রেসিডেন্টের। প্রেসিডেন্টরা তো রাজা নন। নির্বাহী বিভাগের প্রধান সহ কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে স্পর্শকাতর তথ্য সুরক্ষিত রাখতে নির্বাহী সুবিধা নিতে পারেন ডন ম্যাকগন। বিচারকের এমন মন্তব্যের পর জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরল্ড নাদলার বলেছেন, তিনি আশা করেন ডন ম্যাকগন আইনগত বাধ্যবাধকতা মেনে চলবেন এবং কমিটির সামনে উপস্থিত হবেন।