ব্রিট বাংলা ডেস্ক :: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, আমরা কাশ্মীরিদের মনে করিয়ে দিতে চাই, তারা একা নন, আমরাও আছি তাদের সঙ্গে।
ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিন রাজনীতিক বলেন, আমরা এ সমস্যা সমাধানের একটি পথ খুঁজছি। প্রয়োজন পড়লে আমরা এ বিষয়ে হস্তক্ষেপও করতে পারি। খবর দ্য ডনের।
এ নিয়ে তিন মার্কিন সিনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী কাশ্মীরিদের পক্ষে কথা বললেন। কমলা হ্যারিসের আগে ডেমোক্র্যাট দলের অপর দুই প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যানডার্স ও এলিজাবেথ ওয়ারেনও কাশ্মীর নিয়ে কথা বলেছেন।
বার্নি স্যানডার্স বলেছেন, ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে ভারত অন্যায় করেছে, এটি মেনে নেয়া যায় না। তাদের জাতিসংঘের পরামর্শ মতে কাশ্মীরিদের মতামত নেয়া উচিত ছিল।
এ ছাড়া সিনেটর ওয়ারেন বলেন, ভারতের উচিত কাশ্মীরের জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
একই সঙ্গে ইহুদি লবিংয়ের কারণে ভারতের পক্ষ নেয়ায় তারা ট্রাম্প প্রশাসনেরও সমালোচনা করেন।