নেইমারের জন্য নতুন করে প্রস্তুত হচ্ছে বার্সা!

ব্রিট বাংলা ডেস্ক : নতুন মৌসুমে অর্থাৎ আগামী গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে আলোচনায় থাকবে সম্ভবত পিএসজি। তাদের আক্রমণভাগের তিন ফুটবলারকে নিতে মুখিয়ে আছে তিন স্প্যানিশ জায়ান্ট। কাভানিকে গ্রীষ্মকালীন দলবদলে পেতে চায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাব এবং কাভানি না-কি সেই প্রস্তাবে সম্মত। কিলিয়ান এমবাপ্পে দিকে চোখ রিয়াল মাদ্রিদের।

আর অপর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে। পিএসজির এই তিন তারকার জানুয়ারির শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার সম্ভাবনা নেই। কারণ নতুন ক্লাবে গিয়ে তারা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারাতে চাই না। তবে নতুন মৌসুমে ক্লাব ছাড়তে তিনজনই মুখিয়ে আছেন।

এমবাপ্পের সঙ্গে বারবার নতুন করে চুক্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পিএসজি। চলতি মৌসুমই পিএসজির সঙ্গে কাভানির চুক্তি শেষ। নতুন চুক্তি করেননি তিনিও। ওদিকে নেইমার সর্বশেষ প্রাক মৌসুমের দলবদলের বাজারে পানি এতো বেশি ঘুলিয়েছেন যে, প্যারিসে তার স্থায়ী হওয়ার সম্ভাবণা ক্ষীণ।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বার্সা নতুন মৌসুমে নেইমারকে নতুন করে প্রস্তাবের দেবে। মাঠে নামবে নেইমারের দাম ২০০ মিলিয়ন ইউরো ধরেই। আর এর অর্ধেক অর্থ তারা পুরনো খেলোয়াড় বিক্রি করে তুলবে। এছাড়া পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদও কমবে এক বছর। তাতে তার দাম কিছুটা কমবে বলেও মনে করছে কাতালান ক্লাবটি। তবে চলতি চ্যাম্পিয়নস লিগে নেইমার দারুণ কিছু করলে দাম কমার সম্ভবনা নেই। সেটাও মাথায় রাখছে বার্সা।

নেইমার এর আগে বার্সায় ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন। কাতালানদের হয়ে ১৮৬ ম্যাচ খেলে গোল করেছেন ১০৫টি। দুটি লিগ শিরোপার সঙ্গে জিতেছেন ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ। পিএসজিতে এ নিয়ে তিন মৌসুম খেলছেন নেইমার। আগের দুই মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়নস লিগের ধারে কাছে যেতে পারেনি তারা। পিএসজির দিক থেকে এটিই মুখ ঘুরিয়ে নিয়েছে নেইমারের।

Advertisement