নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ– খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) আর নেই।মঙ্গলবার ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।রেবেকা মমিনের গ্রামের বাড়ি মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াহাটিতে। তিনি এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী তিনি। ষাটের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু করা রেবেকা মমিন বিভিন্ন সময় দলের বিভিন্ন পদে ছিলেন।২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার ওই আসন থেকে নির্বাচিত হন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।তার ব্যক্তিগত সহকারী তোফায়েল আহমেদ জানান, ঢাকায় বায়তুল আমিন মসজিদে প্রথম জানাজা শেষে দুপুরে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হবে। পরে সন্ধ্যা ৬টায় মোহনগঞ্জ পৌরশহরে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতারা গভীর শোক জানিয়েছেন।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আর নেই।
Advertisement