ব্রিট বাংলা ডেস্ক :: নেপালে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১৭ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৩ নভেম্বর) দেশটির সিন্ধু পালক জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সরকারি পক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে সিন্ধু পালক জেলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার নিচে সানকোসি নদীতে পড়ে যায়। এতে ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়। নিহতের মধ্যে ৭ জন শিশু রয়েছে। দেশটির পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর লোকজন উদ্ধার কাজ করছে।
সিন্ধু পালক জেলার প্রধান গোমা দেবী চেমজং এএফপিকে জানিয়েছেন, ‘বাসে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। আহত ৫০ জনের কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ’
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান গোমা দেবী চেমজং।
কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়েও নিশ্চিত কিছু বলতে পারেননি সিন্ধু পালক জেলার প্রধান। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত পাহাড় ও মেঘের দেশ নেপালে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। হিমালয়ের পাদদেশের বিপজ্জনক পাহাড়ি রাস্তায় বাসে অতিরিক্ত যাত্রী নেয়া দুঘর্টনার অন্যতম কারণ বলে জানিয়েছে দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ। চলতি বছরের অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়।