নেপালে সাইবার অপরাধের অভিযোগে ১২২ চীনা আটক

ব্রিট বাংলা ডেস্ক :: নেপালে সাইবার অপরাধ ও ব্যাংক জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সন্দেহভাজন ১’শ ২২ জন চীনা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতরা টুরিস্ট ভিসার মাধ্যমে নেপালে প্রবেশ করে এসব অপরাধমূলক কাজ করেছেন বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স’র

রাজধানী কাঠমান্ডু পুলিশ প্রধান জানিয়েছেন, ‘সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত থাকার খবর পেয়ে সোমবার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেছে। তারা সাইবার অপরাধ এবং ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। আটককৃতদের পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এবারই প্রথম সন্দেহভাজন এত বিদেশিকে একসঙ্গে আটক করা হলো।’

আরেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের এই অভিযান সম্পর্কে চীনা দূতাবাস অবগত আছে এবং তারা সন্দেহভাজনদের আটককে সমর্থন করেছে।

এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেছেন, এই ঘটনায় নেপাল ও চীন পরস্পরকে সহায়তা করেছে এবং আইনপ্রয়োগকারী সংস্থাকে সকল প্রকার সহায়তা করতে চীন প্রস্তুত রয়েছে।

সাইবার অপরাধ ও নানা ধরণের প্রতারণার দায়ে এশিয়ার বিভিন্ন দেশে চীনা নাগরিক আটকের ঘটনা অহরহ ঘটছে। গত সপ্তাহে ফিলিপাইনে লাইসেন্সবিহীন জুয়া চালানোর অভিযোগে চীনের ৩৪২ শ্রমিককে আটক করেছিল।

Advertisement