ব্রিট বাংলা ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছে, সরকার রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ করায় তাদের ‘গভীর উদ্বেগ’ জানাতে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। খবর এএফপি’র।
ডোমিনিক র্যাব টুইটার বার্তায় লিখেছেন, ‘নিষিদ্ধ এমন রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল। এ ব্যাপারে রাশিয়াকে অবশ্যই একটি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে।’
সম্প্রতি কোমা থেকে কিছুটা সেরে উঠেছেন তিনি। বার্লিনের শারিয়েটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাকে সাড়া দিচ্ছেন তিনি। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নাভালনির শরীরে মারাত্মক বিষক্রিয়ার ফলে দীর্ঘমেয়াদি ক্ষতির প্রভাব সম্পর্কে বলার সময় এখনও আসেনি।
নাভালনি গত মাসে রাশিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয় তাকে। সেই থেকেই তিনি বার্লিনের ওই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
বার্লিনের বরাত দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জানিয়েছেন, রাশিয়ার এ বিরোধী নেতার শরীরে নোভিচক নামে একধরনের বিষ প্রয়োগ করা হয়েছে। তবে নাভালনিকে বিষ প্রয়োগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে মস্কো। গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কোগামী একটি বিমানে ওঠার কিছুক্ষণ পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই নাভালনি।
রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচক এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মর্কতাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য ৪৪ বছর বয়সী আলেক্সেই নাভালনি বেশ পরিচিত। এর আগেও বিষপ্রয়োগের শিকার হয়েছিলেন তিনি।
গত বছর গ্রেফতারের পর সাজা খাটার সময় বিষপ্রয়োগের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরে মারাত্মক অ্যালার্জিক অ্যাটাক হয়েছে এবং পরদিন তাকে হাসপাতাল থেকে আবারও কারাগারে পাঠানো হয়। বিবিসি।
নেভালনিকে বিষ প্রয়োগ প্রশ্নে রাশিয়ার রাষ্ট্রদূতকে যুক্তরাজ্যের তলব
Advertisement