লন্ডনে বসবাসরত কমলগঞ্জ থানার পতনঊষার বাসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়১৩ই মে সোমবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে ।
বিশিষ্ট সাংবাদিক ইসহাক কাজল এর সভাপতিত্বে ও একাউনটেন্ট তরিকুর রশীদ চৌধুরী শওকতের পরিচালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার উদিয়মান লেখক জয়নাল আবেদিনের “ভাষা মুক্তিযুদ্ধ ও দেশের কবিতা” এবং “নির্বাচিত অমৃত বচন” নামক দুটো বই এর মোড়ক উন্মোচন করা হয় ।
সম্প্রতি পতনঊষারে বজ্রপাতে নিহত দুটি মেয়ে’র হত দরিদ্র পরিবারকে সাহায্য করার জন্য একটি বিশেষ তহবিল ও গঠন করা হয় । ইফতার মাহফিলে পতনঊষার এলাকা ছাড়া ও উপস্হিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুস সালাম,ব্যবসায়ী ইকবাল আহমদ, বি বি এম ডি এর কনভেনার কাজী বাবর আহমদ, কমিউনিটি নেতা মুহিব চৌধুরী, একাউনটেন্ট মুহিনুর রায়হান , সাংবাদিক জুবায়ের আহমদ , কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী খন্দকার আব্দুল করিম নিপু ,ট্রেজারার তওহিদুল আরেফিন রোহেল প্রমুখ ।