পদত্যাগ করলেন বরিস জনসনও : Boris Johnson has resigned as Foreign Secretary

ব্রিটবাংলা  ডেস্ক : ব্রেক্সিট নিয়ে গভীর সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে। রোববার রাতে ব্রেক্সিট সেক্রেটারীর পদ থেকে ডেভিড ডেভিসের পদত্যাগের  পর সোমবার সকালে নতুন ব্রেক্সিট সেক্রেটারীর নাম ঘোষণার কিছুক্ষন পরেই ফরেন সেক্রেটারী বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেন।

পূর্বের সংবাদের লিঙ্ক;

https://britbangla24.com/news/46117

ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী থেরিজা মে পার্লামেন্টে উঠার ঠিক আধা ঘন্টা আগে পদত্যাগের ঘোষণা দেন বরিস জনসন। টেন ডাউনিং স্ট্রীট থেকে বরিস জনসনের পদত্যাগ গ্রহণ করে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। খুব শিঘ্রই নতুন ফরেন সেক্রেটারীর নাম ঘোষণা করা হয় বলেও জানানো হয় টেন ডাউনিং স্ট্রীট থেকে।

Boris Johnson has resigned as Foreign Secretary amid a growing political crisis over the UK’s Brexit strategy.

He is second senior cabinet minister to quit within hours following Brexit Secretary David Davis’s exit.

His departure came 30 minutes before Theresa May is due to address Parliament about her new Brexit plan, which has angered many Tory MPs.

In a statement, No 10 thanked Mr Johnson for his work and said a replacement would be announced shortly.

Advertisement