ব্রিট বাংলা ডেস্ক :: পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য তিনজনকে নোবেল পুরুষ্কার দেয়া হয়েছে। বিজয়ী বিজ্ঞানীরা হলেন, বৃটিশ পদার্থবিজ্ঞানী রজার পেনরোস, জার্মান জ্যোতির্বিজ্ঞানী রেইনহার্ড গেঞ্জেল ও আমেরিকান জ্যোতির্বিদ আন্দ্রে গেজ। ব্ল্যাকহোল নিয়ে বিশেষ গবেষণার জন্য তারা এ সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিন বিজয়ীর নাম ঘোষণা করে।
এই তিনজনের মধ্যে দু’ভাগে ভাগ করা হয়েছে এবারের নোবেল পুরস্কার। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্যাকহোল অবিষ্কারের জন্য অর্ধেক অংশ পেয়েছেন রজার পেনরোস। বাকি অর্ধেক দুভাগে পেয়েছেন গেঞ্জেল ও গেজ। পদার্থবিদ্যায় নোবেল দেয়া নিয়ে নোবেল কমিটির চেয়ারম্যান ডেভিড হ্যাভিল্যান্ড বলেন, এই বিজ্ঞানীরা অতিভারি মহাজাগতিক বস্তুদের নিয়ে চলমান গবেষণায় এক নতুন মাত্রা যুক্ত করেছেন। গত বছরও তিনজন নোবেল পেয়েছিলেন।
উল্লেখ্য, নোবেলজয়ীরা পুরস্কার হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান।