পপলার-লাইম হাউসে লেবার পার্টির মনোনয়ন প্রত্যাশির শর্ট লিস্টে যারা আছেন

টাওয়ার হ্যামলেটসের পপলার এন্ড লাইম হাউস নির্বাচনী আসনের জন্যে দলীয় মনোনয়ন প্রত্যাশির শর্ট লিস্ট করেছে লেবার পার্টি। শর্ট লিস্টেড তিন হলেন আপসানা বেগম, কাউন্সিলর আমিনা আলী এবং হেদার পেটো।

আপসানা বেগম স্থানীয় লেবারপার্টির ভাইস চেয়ারম্যান এবং লন্ডন রিজিয়নাল বোর্ড ও মুমেন্টামের ন্যাশনাল কোঅর্ডিনেটিং গ্রূপের সদস্য।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বো ওয়েস্ট ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আলী।

এলজিবিটি প্লাস লেবারের কো চেয়ার হেইদা পেটো।

আগামী ২৭ অক্টোবর, পপলার-লাইম হাউসের দলীয় পেইড মেম্বাররা ভোটের মাধ্যমে এই তিনজনের মধ্য থেকে একজনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনিত করবেন। চুড়ান্ত প্রার্থী আগামী নির্বাচনে পপলার-লাইম হাউস আসনে লেবার পার্টির এমপি প্রার্থী হবেন। এ আসনে বর্তমান লেবার দলীয় এমপি ফিটজ পেট্টিক আগামী  নির্বাচনে আর প্রার্থী হবেন না বলে ঘোষণা দেওয়ার পর দলের পক্ষ থেকে নতুন প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। পপলার এন্ড লাইম হাউসের জনগণ ২০১৬ সালের রেফারেন্ডামে রিমেইনের পক্ষে ভোট দিলেও এলাকার এমপি ফিটজ পেট্টিক শনিবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট ডিলের পক্ষে ভোট দিয়েছেন।

এমপি ফিটজ পেট্টিক ২০১৫ সালের পরপর আর প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী থেরিজা মে’র আমলে অনুষ্ঠিত স্ন্যাপ জেনারেল ইলেকশনে প্রার্থী হয়েছিলেন।

তাঁর পরিবর্তে এ আসনে দলীয় মনোনয়ন প্রতিযোগিতার দৌঁড়ে এ তিন জনের সঙ্গে আরো ছিলেন  সুজি স্ট্রাইড, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিরর র‌্যাচেল ব্ল্যাক, আসমা বেগম এবং হালিমা বেগম।

তবে শর্ট লিস্টে স্থান পাওয়া তিনজনের মধ্যে আপসানা বেগমের জন্ম এবং বড় হওয়া টাওয়ার হ্যামলেটসে। তার প্রয়াত বাবা ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিরর এবং মেয়র। আপসানা লেবার লিডার জেরেমি করবিনেরও পছন্দের প্রার্থী। তাকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করার জন্যে এ আসন শুধুমাত্র নারী প্রার্থীদের নির্ধারন করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement