পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

ব্রিট বাংলা ডেস্ক :: বুধবার সিলেটের এক অনুষ্ঠানে ভারতের নাগরিকত্ব বিলের প্রেক্ষিতে দেয়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বক্তব্যের ব্যাখ্যা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, কতিপয় পত্রিকায়/অনলাইনে ‘জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে তাদের গ্রহণ করা হবে’ শিরোনামে প্রকাশিত সংবাদ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে অবহিত করে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে। এ নিয়ম কেবল ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর যেকোন দেশে বাংলাদেশের নাগরিক অবস্থান করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মসূত্রে’ শব্দটি উল্লেখ করেননি। ‘জন্মসূত্রে’ শব্দটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।

Advertisement