‘পরিকল্পিত গণহত্যা হয়েছে দিল্লিতে’

ব্রিট বাংলা ডেস্ক :: পাখির চোখ পুরভোট। তবে সেই কর্মসূচির সূচনামঞ্চেই বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির হিংসাকে ‘পরিকল্পিত ভাবে গণহত্যা’র দাবি করলেন তিনি।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা। সেই মঞ্চ থেকে দিল্লির সাম্প্রতিক হিংসাকে ‘পরিকল্পিত ভাবে গণহত্যা বলেন তিনি।

কী বললেন মমতা? এক নজরে:

• আমি কেন গণহত্যা বলছি? কারণ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

• দেশের সম্মান তলিয়ে দিয়েছে এই সরকার।

• যাঁরা দিল্লির মতো একটা ছোট জায়গা সামলাতে পারে না, তাঁরা দেশ সামলাবে?

• কংগ্রেসের সারা দেশে সংগঠন রয়েছে। কেন প্রতিবাদ নেই সারা দেশে?

• দেশের প্রতিষ্ঠান নাম যখন-তখন বদলে দেওয়া হচ্ছে।

• দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে।

• দেশকে অসম্মান করা হচ্ছে।

• এ দেশ থেকে যত দিন বিজেপি না যাবে, তত দিন আন্দোলন চলবে।

• আজ সারা দেশে জাতের নামে আগুন লাগানো হচ্ছে।

• আজ দেশের অর্থনীতি বেহাল। বেকার সংখ্যা কোথায় চলে গিয়েছে?

• নিজের মতো করে দল করলে অন্য জায়গায় চলে যান।

• দল একটাই, জোড়াফুল।

• দলের থেকে নেতা বড় নয়।

• দল যা বলবে শুনতে হবে।

• কোনও কোনও জেলা নিজেদের ইচ্ছা মতো পার্টি করছেন, এটা হতে দেব না।

• ভাল কাজ করলে তাঁর টিকিট সিকিউরড।

• কংগ্রেস-সিপিএম ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে।

• কাল এসে বলছেন, ২০০ আসন টার্গেট করব। ৩০০ নয় কেন?

• এতগুলো উস্কানিমূলক কথা বলার পর, বিজেপির সেই নেতা কেন গ্রেফতার হননি?

• দিল্লিতে সংসদে সাতটার মধ্যে সাতটা আসনই জিতেছে, কী উপহার দিয়েছে, দাঙ্গা।

• (দিল্লির ঘটনায়) ক্ষমা চাওয়া তো দূরের কথা, এখানে এসে ক্ষমতা দখলের কথা বলছেন!

• বাম-কংগ্রেস ঘোলা জলে মাছ ধরছে।

• কেন ৯৪ আসন ছেড়ে রাখতে চায় বিজেপি?

• বিজেপি প্ররোচনা দেবে, সংঘাতে জড়াবেন না।

• কেন বাঙালিদের তাড়ানো হচ্ছে?

• রাজ্যে রাজ্যে বাঙালিদের তাড়ানো হচ্ছে।

• পুরনো-নতুনদের মিলেমিশে কাজ করতে হবে।

• তৃণমূল কংগ্রেসে কোনও লবি হয় না।

• বাংলার আইন-শৃঙ্খলা অনেক ভাল।

• যাঁরা বেআইনি কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

• বাংলা সারা বিশ্বকে মানবতা শিখিয়েছে।

• গরিবদের যেন অবহেলা না হয়।

• তৃণমূল কর্মীরা যেন আইন হাতে তুলে না নেন।

• নিজেদের এ ভাবে গড়ে তুলুন তৃণমূল কর্মীরা।

• আমাদের আরও নম্র হতে হবে। আরও বিনয়ী হতে হবে।

• আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতা করুন।

• আমরা ধ্বিকার জানাই দিল্লিতে যা ঘটেছে।

• দেশ থেকে স্বৈরাচারী সরকার বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

• দিল্লির সরকারের ঔদ্ধত্য যেন না শিখি।

• উস্কানি যারা দিয়েছেন, তাঁদের গ্রেফতার নয় কেন?

• মানুষে মানুষে ভাগ হতে দেবেন না।

• ওখানে (দিল্লিতে) পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

• বিজেপি এর পরেও ক্ষমা চায়নি।

• দিল্লিতে গুজরাত মডেল প্রয়োগ করা হয়েছে।

• দিল্লিতে যা হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস। দিল্লিতে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে।

• দিল্লির কাণ্ডকে পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে।

• দিল্লিতে পরিকল্পিত ভাব গণহত্যা করা হয়েছে। এর পর তাকে দাঙ্গার চেহারা দেওয়া হয়েছে।

• গত কয়েক দিন ধরে দিল্লির মাটিতে যে ভাবে মানুষ হত্যা হয়েছে এটা পরিকল্পিত গণহত্যা।

• কারা গদ্দার, তা মানুষ ঠিক করে নেবে। আপনারা কে?

• যাঁরা ‘গোলি মারো’ বলছেন, তাঁরা অমানবিক। তাঁদের ভাষা দানবিক।

Advertisement