ব্রিট বাংলা ডেস্ক :: বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, গত ১৩ বছরে এই ঢাকাকে ধ্বংস করা হয়েছে। এই অবস্থার পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাই।
আজ রোববার জজকোর্ট চত্বর থেকে নির্বাচনী প্রচারনা শুরুর প্রাক্কালে এ কথা বলেন ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
আজ তিনি কোতয়ালী ও সুত্রাপুর থানার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন। তার এই নির্বাচনী প্রচারণায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেস্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কাজী আবুল বাশারসহ সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসুচিতে অংশ নিচ্ছেন।
প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, ঢাকাকে আধুনিক ও উন্নত করতে ইশরাক হোসেনের বিকল্প নেই। আমাদের প্রার্থী তার বাবা-চাচাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। ঢাকা উন্নত করার জন্য লক্ষ্যে ইশরাক থেকে আর কোনো ভাল প্রার্থী দেখছি না আমি।